1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ছেলের কোলে ভোট দিতে এলেন শতবর্ষী মায়াবতী

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। এদিন সকাল ৯টার দিকে মিরপুর ডিওএইচএস সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ছেলের কোলে চেপে ভোট দিতে এসেছেন শতবর্ষী এক বৃদ্ধা মায়াবতী মণ্ডল।

ছেলে সত্যরঞ্জন (৬০) দাবি, তার মার বয়স ১০৭ বছর। তার মায়ের জন্ম ১৯১৭ সালের ১০ নভেম্বর। পায়ে চলার শক্তি হারিয়েছেন মায়াবতী, কানে কম শোনেন। তবে ভোট দেওয়ার প্রতি তার খুব আগ্রহ ছিল, তাই কোলে চাপিয়ে ভোট দিতে নিয়ে এসেছেন তার ছেলে।

সত্যরঞ্জনের সঙ্গে যখন কথা হচ্ছিল, মায়াবতী তখন ছেলের কোলে থেকে সবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন। সত্যরঞ্জন বলেন, ‘মাকে এনে ভোট দিতে পেরে ভালো লাগছে। মায়ের একটা ইচ্ছে পূরণ করতে পারলাম।’

মায়বতীকে ভোট দিতে সহায়তা করেন কেন্দ্রটির পোলিং অফিসার শারমিন সুলতানা। এসময় তিনি মায়াবতীর কাছে জানতে চান, ভোটকক্ষে আপনার সঙ্গে আপনার ছেলে যাবে? মায়াবতী মাথা নেড়ে সায় দেন। ইশারায় জানান, তিনি কানে কম শোনেন।

তারপর ছেলের সঙ্গে গোপন কক্ষে গিয়ে ভোট দিয়ে আপার ছেলের কোলে চেপে ফিরে যান। মায়াবতীর বাড়ি মিরপুর ডিওএইচএসের উত্তরে চাকুলি পাড়া গ্রামের হিন্দুপাড়ায়।


সর্বশেষ - রাজনীতি