ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে বেলারুশ যোগ দিতে পারে কি না-তা নিয়ে ক্রমশ শঙ্কা বাড়ছে। এরই মধ্যে নতুন তথ্য দিয়েছেন রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আলেক্সি পোলিশচাক বলেন, ইউক্রেন যদি বেলারুশ বা রাশিয়ার হামলা চালায় তাহলে যুদ্ধে যোগ দিতে পারে বেলারুশ।
গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার প্রচারিত রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তাসে আলেক্সি পোলিশচাক বলেছেন, যুদ্ধের তীব্রতা রোধে রাশিয়ান বাহিনীর সঙ্গে বেলারুশের সামরিক মহড়া, কিন্তু বেলারুশের যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাব্য সম্ভাবনা আছে।
তাসকে আলেক্সি পোলিশচাক বলেছেন, আইনি দিক দিয়ে যদি কিয়েভের নেতারা রাশিয়া বা বেলারুশের ভূখণ্ডে হামলা চালান, তাহলে পাল্টা হামলা চালানোর জন্য যথেষ্ট হবে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।