1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

মাত্র তিন সপ্তাহ আগে গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় সরকার। মঙ্গলবার (৩ জানুয়ারি) আরেক প্রজ্ঞাপনে তার অবসরের কথা জানালো জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভাগটিতে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

দীর্ঘদিন সরকারের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পালন শেষে মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলাম অবসরে গেলে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারকে দায়িত্বে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছিল, চুক্তির মেয়াদ বাড়িয়ে তাকে আবারও এই পদে রেখে দিতে পারে সরকার। কিন্তু ৪ জানুয়ারি বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী মঙ্গলবারই তিনি অবসরে যাচ্ছেন।

মাহবুব হোসেনকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। চাকরি জীবনে বিভিন্ন সময়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রশিক্ষক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-প্রধান (জেন্ডার), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) পদেও কাজ করেছেন তিনি।

বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ (বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজ) থেকে এসএসসি এবং বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি পাস করা মাহবুব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে পড়ালেখা করেছেন। চাকরিতে যোগ দেওয়ার পর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।

মাহবুব হোসেনের জন্ম বরিশালের মুলাদী উপজেলার পাতারচর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের জনক।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত

এলাচ চাষ করে যেভাবে লাখ টাকা আয় করতে পারেন!

যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে ইসলামের স্বার্থেই পরিত্যাগ করতে হবে : কথা সাহিত্যিক স্বকৃত নোমান

১৫৪ কোটি ঘুষ নেওয়ার দায়ে ঢাকার সৌদি দূতাবাসের ২ সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার 

শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গকারী ৬ বাংলাদেশিকে জাতিসংঘের সম্মাননা

সংবিধানে প্রথম কাঁচি চালিয়েছেন জিয়াউর রহমান : ড. কামাল হোসেন

পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা জামান মোল্লা গ্রেফতার

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

৭ মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণা একই সূত্রে গাঁথা

মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপির জারিজুরি : নৈতিক মানদণ্ডে অমার্জনীয় অপরাধ

উত্তাল আটলান্টিকে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলো টাইগাররা