1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপ থেকে রবিবার (১৮ ডিসেম্বর) সকালে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে দাবি করেছেন প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, রবিবার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় টংচাং-রি এলাকা থেকে উৎক্ষেপণ করা হয় শক্তিশালী ক্ষেপণাস্ত্র। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একই দাবি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এনএইএচকে জানিয়েছে, বিশেষ অর্থনৈতিক জোনের (ইইজে) বাইরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়েছে।

শনিবার ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড-জ্বালানি মোটর ইঞ্জিন’ পরীক্ষার পরদিনই ক্ষেপণাস্ত্র ছুড়লো পিয়ংইয়ং। এর মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্রুত ও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর রেকর্ড পরিমাণ ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিম জং উনের দেশটি। উদ্বিগ্ন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ জাপান ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়াকে মোকাবিলায় কোরীয় উপদ্বীপে নৌ ও বিমান মহড়া চালিয়েছে তিন দেশ।


সর্বশেষ - রাজনীতি