1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

লবিস্ট নিয়োগে বিএনপি মানি লন্ডারিং করেছে : টিআইবি

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

দীর্ঘদিন ধরেই অসৎ উদ্দেশ্য নিয়ে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়টি আলোচনায়। তবে আলোচনা হলেও বারবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল, তারা লবিস্ট নিয়োগ করেনি। তবে সকল নাটকীয়তা ও জল ঘোলা শেষে অবশেষে বিদেশে নিজেদের লবিস্ট নিয়োগের কথা স্বীকার করলো বিএনপি। ২৫ জানুয়ারি (মঙ্গলবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখ খুললেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অত্যন্ত সাবলীলভাবেই বললেন, লবিস্ট নিয়োগের বিষয়টি মিথ্যে নয়। তবে সেটা বিশেষ উদ্দেশ্যে এবং বিএনপির নীতি নির্ধারকদের পরামর্শেই হয়েছে।

এই বিষয়ে টিআইবি’র নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যে লবিস্ট নিয়োগের কথা যে আলোচনা হচ্ছে সরকার তো এটি স্বীকার করছে। সরকার যেহেতু জনগণের সরকার। সরকার যে উদ্দেশ্য নিয়ে লবিস্ট নিয়োগ করে থাকতে পারে যুক্তরাষ্ট্রে আমরা ধরে নিতে পারি যে জাতিসত্তা উদ্ধারের প্রমোট করার জন্য। কিন্তু বিএনপি কিভাবে লবিস্ট নিয়োগ করেছে তা জানা দরকার। বিএনপি লবিস্ট নিয়োগে যে অর্থ ব্যয় করেছে তা বৈধ ভাবে লেনদেন করার কোন সুযোগ নাই। কিন্তু সরকারের হাতে বৈধ প্রকিয়ায় ব্যয় করার সুযোগ রয়েছে। বিএনপি কি প্রক্রিয়ায় টাকা ব্যয় করেছে তা জনসম্মুখে প্রকাশ করা দরকার। যেহেতু বিএনপির লবিস্ট নিয়োগে বৈধ প্রক্রিয়ায় অর্থিক লেনদেন করার সুযোগ নাই, তাহলে লেনদেনটি অবৈধ উপায়ে হয়েছে, এবং এটি মানি লন্ডারিংয়ের পর্যায়ে পড়েছে।


সর্বশেষ - রাজনীতি