কক্সজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কাজ পরিচালনাকারী রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালের প্রধান অষ্ট্রেলিয়ান নাগরিক নুরান হিংগসকে প্রত্যাহার করে আজকের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার পররাষ্ট্রমন্ত্রণালয়ের সহকারি সচিব (জাতিসংঘ-১) মো. শোয়েব আবদুল্লাহ স্বাক্ষরিত এ পত্রে এ নির্দেশনা দেয়া হয়।
সরকারি কর্মকর্তাদের হাসপাতালে প্রবেশে বাঁধা দেয়ায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, গত ১২ জানুয়ারি ঘুমধুম রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে আগুনে পুঁড়ে ৪ রোহিঙ্গার মৃত্যু হয়। ঘটনায় হতাহতের ঘুমধুমস্থ রাবার বাগান সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতলে নেয়া হয়। খবর পেয়ে তথ্য সংগ্রহে তিনি (উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা) নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তারা হাসপাতালে গেলে তাদেরকে প্রবেশে বাঁধা দেন দায়িত্বরত ব্যক্তি। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে জানান তিনি। জেলা প্রশাসন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করলে মন্ত্রণালয় থেকে এ নির্দেশ প্রদান করা হয়।
তিনি রোহিঙ্গা ক্যাম্পে সকল এনজিও, আইএনজিও কে সরকারের নির্দেশনা মেনে কাজ করার অনুরোধ করেছেন।
সরকারি কর্মকর্তাদের হাসপাতালে প্রবেশে বাঁধা দেয়ায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, গত ১২ জানুয়ারি ঘুমধুম রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে আগুনে পুঁড়ে ৪ রোহিঙ্গার মৃত্যু হয়। ঘটনায় হতাহতের ঘুমধুমস্থ রাবার বাগান সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতলে নেয়া হয়। খবর পেয়ে তথ্য সংগ্রহে তিনি (উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা) নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তারা হাসপাতালে গেলে তাদেরকে প্রবেশে বাঁধা দেন দায়িত্বরত ব্যক্তি। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে জানান তিনি। জেলা প্রশাসন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করলে মন্ত্রণালয় থেকে এ নির্দেশ প্রদান করা হয়।
তিনি রোহিঙ্গা ক্যাম্পে সকল এনজিও, আইএনজিও কে সরকারের নির্দেশনা মেনে কাজ করার অনুরোধ করেছেন।