1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

জাপানের ৪৪তম ওডিএ ইয়েন লোনের তৃতীয় ধাপ স্বাক্ষরিত

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

তৃতীয় ধাপে বাংলাদেশে জাপানের ৪৪তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) ইয়েন ঋণের নোট বিনিময়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এ চুক্তি স্বাক্ষর করেন। ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ৪৪তম জাপানি ইয়েন লোন প্যাকেজের তৃতীয় কিস্তি হলো ৭৬ হাজার ৬৩৫ মিলিয়ন ইয়েন (প্রায় ৫৪০ মিলিয়ন মার্কিন ডলার)। প্যাকেজের প্রথম কিস্তি ছিল ৩০ বিলিয়ন ইয়েন এবং দ্বিতীয় কিস্তি ছিল ২ লাখ ১৭ হাজার ৫৫৬ মিলিয়ন ইয়েন। সব মিলিয়ে ঋণের মোট পরিমাণ হলো ৩ লাখ ২৪ হাজার ১৯১ মিলিয়ন ইয়েন।

এই কিস্তি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল, একটি কার্গো টার্মিনালে নির্মাণে ব্যবহার করা হবে বলে জানায় জাপান দূতাবাস।


সর্বশেষ - রাজনীতি