1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

‘ভোটের দিন আমার খুশির দিন’

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

তারকারাও ভোটার। সাধারণ মানুষের মতো তারাও উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে যান। সে ভাবনা থেকে জানতে চাওয়া, দ্বাদশ সংসদ নির্বাচনে কোন তারকার মনে কী মার্কা। অথবা কে কোন আসনের ভোটার। এবারের নির্বাচন নিয়ে ভাবছেনই বা কী!  সাত-পাঁচ না ভেবে তারকারা আগ্রহ দেখিয়েছেন এই ভোটের গল্পে নিজেকে জড়াতে, তাদের মধ্যে অন্যতম গায়িকা আঁখি আলমগীর। পড়ুন তারসঙ্গে কথোপকথন-

এক: এবারের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন…

আঁখি আলমগীর: প্রতিক্রিয়া পজিটিভ। এবারের ভোটের দিন (৭ জানুয়ারি) আমার জন্মদিন। ফলে আমার সকল শো ও পারিবারিক আয়োজন বাতিল করেছি। এদিন নির্বাচনী আনন্দে দিন কাটাবো বলে মনস্থির করেছি।

দুই: কোন আসনের ভোটার আপনি?

আঁখি আলমগীর: আমি থাকি উত্তরায়। সম্ভবত ঢাকা-১৮ আসন।

তিন: ভোট দেবেন এবার?

আঁখি আলমগীর: প্রতিবারই আমি ভোট দিই। এবারও দেবো। গাড়ি বের করবো না। রিকশায় চেপে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দেবো। বিষয়টি আমার কাছে ঈদের আনন্দের মতো। ভোট দিতে যাবো। সেলফি তুলবো। গল্প করবো। মজা হবে আশাকরি। প্রতিবছরই আমি ভোটকেন্দ্রে গিয়ে একটা সেলফি তুলি এবং ফেসবুকে সাথে সাথে আপলোড করি। এবারও তার ব্যতিক্রম হবে না।

চার: আগেও ভোট দিয়েছেন, অভিজ্ঞতা কেমন?

আঁখি আলমগীর: অভিজ্ঞতা হলো আমার ভোট আমি দিতে পেরেছি সবসময়। সবাই শুধু বলে তার ভোট নাকি অন্য কেউ দিয়ে দিয়েছে। কিন্তু আমার বেলায় এমনটা এখনও ঘটেনি। ফলে অভিজ্ঞতা দারুণ। তাছাড়া কেন্দ্রে গেলে সবাই আমাকে দেখে খুশি হয়, ছবি তোলে, কেয়ার করে- এগুলো তো ভালো লাগে আসলে। ফলে ভোটের অভিজ্ঞতা বরাবরই আমার ভালো।

পাঁচ: ভোটার হিসেবে কেন্দ্রে কেমন পরিবেশ চান এবার।

আঁখি আলমগীর: উৎসবমুখর পরিবেশ চাই। ভয়ের পরিবেশন চাই না। ভোটাররা যেন আমার মতো আনন্দ করতে আসে, সেই পরিবেশ চাই।

ছয়: আপনার পছন্দের প্রার্থীর প্রতি এবারের প্রত্যাশা কী?

আঁখি আলমগীর: প্রত্যাশা আমাদের উত্তরা আরও সুন্দর করবেন তিনি। বিশেষ করে রাস্তার কাজগুলো দ্রুত শেষ করবেন। এটুকুই প্রত্যাশা। আর কিছু চাওয়ার নাই।

সাত: আপনার এলাকায় এবার কয়জন নির্বাচন করছে। তাদের চেনেন?

আঁখি আলমগীর: অনেকেই করছেন। পারসোনালি আমি কাউকেই চিনি না। তবে এবার দেখলাম বেশ ক’জন নতুন মুখ। আমি নতুন মুখের সঙ্গে আছি। দেখা যাক।

আট: এবার বেশ ক’কজন শোবিজ তারকা প্রার্থী হয়েছেন, তাদের নিয়ে কিছু বলার আছে?

আঁখি আলমগীর: মনে করি যারা প্রার্থী হয়েছেন, তারা ভালো করবেন। ফেসবুকে দেখলাম খুব অ্যাগ্রিসিভলি প্রচারণা করছেন তারা, যেটা খুবই পজিটিভ মনে হলো। আশা করছি তারা জয়ী হয়ে আসবেন। সবার জন্য শুভকামনা।

নয়: রাজনীতি নিয়ে আপনার কোনও ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি?

আঁখি আলমগীর: ছিলো না। এখনও নেই। এই বিষয়ে আগ্রহ বরাবরই কম।

দশ: তারকা হিসেবে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন…

আঁখি আলমগীর: ভোট আসলে আমাদের নাগরিক অধিকার। আমি মনে করি আমাদের সবারই ভোট দেওয়া জরুরি।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাস্টমসের সফলতা কামনা প্রধানমন্ত্রী

গুলশানের আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে : পুলিশ

সন্ত্রাস দমনে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

সুয়েজ খাল থেকে মিশরের রেকর্ড পরিমাণ আয়

বাণিজ্যিকভাবে রঙিন মাছ চাষ করে ব্যপক সাফল্য

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে পথশিশুরা চড়বে মেট্রোরেলে

দেশের ইতিহাসে সর্বোচ্চ লবণ উৎপাদনের রেকর্ড

ভোজ্যতেলের নেপথ্য ‘তেলেসমাতি’ : রশিদ ছাড়া বিক্রি করলেই ব্যবস্থা 

মধ্যবর্তী নির্বাচন: সিনেটে হারলেও হাউসের নিয়ন্ত্রণ পেল রিপাবলিকানরা

উন্নয়ন-অগ্রযাত্রা নিয়ে ভিডিও প্রতিযোগিতা, লক্ষ টাকার পুরস্কার