1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

জননিরাপত্তায় সারাদেশে ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

রেল ও সড়কপথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে ১৩ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।

শনিবার (১৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন আনসার ভিডিপি সদস্যরা।

সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেলস্টেশন, বাসস্টান্ড ও লঞ্চঘাট ছাড়াও সড়ক ও রেলপথে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক দৃষ্টি রাখবেন।

সারাদেশে এক হাজার ৮৫১টি পয়েন্টে মোট ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন।


সর্বশেষ - রাজনীতি