1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

আফগানিস্তানে নারী শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ হচ্ছে বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

আফগানিস্তানে নারী শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) গভীর রাতে এ নির্দেশনা দেয় তালেবান সরকারের উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এক চিঠিতে শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়নের আদেশ দেয়া হয়েছে। আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্ত। তালেবানের এ ঘোষণায় দেশটির নারী শিক্ষা আরও বাধার মুখে পরলো। ৩ মাস আগেই দেশটিতে হাজার হাজার নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। এরপরই কর্তৃপক্ষের নতুন ঘোষণা এলো।

গেলো বছর আফগানিস্তানের ক্ষমতায় ফেরে তালেবান। সেসময়ই বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষ আলাদা কক্ষে বসে পাঠদানের নিয়ম চালু করে। এমনকি, পশু চিকিৎসা-ইঞ্জিনিয়ারিং-অর্থনীতি-কৃষি ও সাংবাদিকতা অধ্যায়নের বিষয়ে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপিত হয়। পুরো বিশ্বেই চলছে এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা।


সর্বশেষ - রাজনীতি