1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ফেসবুক লাইভে আত্মহত্যার প্রস্তুতি, খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন বাবুল সিদ্দিকী (৪২)। পরে জাতীয় নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ঘরের গ্রিল ভেঙে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে জেলার চিলমারী উপজেলায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করতে চাওয়া বাবুল সিদ্দিকী পেশায় মোবাইল মেকানিক।

পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকী নামে একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করছেন বলে বিভিন্ন কথা বলতে শুরু করেন। এসময় লাইভ দেখা এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে চিলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বাবুলের বাড়ির দরজা-জানালা বন্ধ অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এসময় ঘরের সিলিং ফ্যানে একটি দড়ি ঝুলন্ত অবস্থায় ছিল।

আত্মহত্যার চেষ্টা করা বাবুলের পরিবারের সদস্যরা জানান, বাবুল আগেও এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন। তিনি পরিবারের সদস্যদের অজান্তেই সাতটি ঘুমের ওষুধ সেবন করেন।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান বলেন, বাবুল সিদ্দিকী নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মাহত্যা করবেন বলে বিভিন্ন কথা বলতে থাকেন। ৯৯৯ লাইনে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা মানুষিক ভারসাম্যহীন ছিলেন।


সর্বশেষ - রাজনীতি