1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

মালদ্বীপের ১০০ ব্যবসায়ীর তালিকায় বাংলাদেশী আহম্মেদ মোত্তাকী

প্রবাস ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

মালদ্বীপের শীর্ষ ১০০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আহাম্মেদ মোত্তাকীর প্রতিষ্ঠান মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ। প্রতি বছরের মতো এবারও এ তালিকাটি প্রকাশ করেছে কর্পোরেট মালদ্বীপ।

গত মঙ্গলবার মালদ্বীপের ক্রসরোড রিসোর্টে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে গোল্ড হান্ড্রেড গালা বিজনেস অ্যাওয়ার্ড দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, শ্রীলঙ্কার ডেপুটি হাইকমিশনার কে এসএ এবং মালদ্বীপে ভারতের হাইকমিশনার।

অনুষ্ঠানে পুরস্কার পাওয়া শীর্ষ ব্যবসায়ীদের প্রশংসা করে ফয়সাল নাসিম তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মিয়াঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহাম্মেদ মোত্তাকীকে পুরস্কৃত করেন আবুল কালাম আজাদ।


সর্বশেষ - রাজনীতি