1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে বিভ্রান্তি দূর করলো মার্কিন দূতাবাস

eb-editor : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশীদের বাদ দেয়ার তথ্যটি ভুয়া : আবেদনের সময় বাড়ানো হয়েছে

বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ বাতিল করা হয়েছে – এই মর্মে দৈনিক ইনকিলাব ও জামায়াত-শিবিরের কর্মী সাইফুর রহমান সাগরের ফেস দ্যা পিপল নামের ফেসবুক পেইজ সহ কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যে তথ্য প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

ওয়েবসাইটে স্পষ্টভাবে বৃত্তি চালুর বিষয়টি লেখা রয়েছে

গুজব ছড়িয়ে বলা হচ্ছিল – বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশের আবেদনকারি বা শিক্ষার্থীদের বাদ দেয়া হয়েছে।

ওই গুজবে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স-এর বরাত দিয়ে তথ্যটি হলেও তাদের ওয়েবসাইটে এমন কোনো কথাই নেই। বরং স্পষ্টভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের কথা উল্লেখ রয়েছে। এছাড়া নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।

মার্কিন দূতাবাসের ভাষ্য

এদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাস বলছে, বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সত্য নয়। দূতাবাসের একজন মুখপাত্র বলেন, বাংলাদেশী শিক্ষার্থী ও স্কলারদের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কর্মসূচি চলমান আছে এবং এবিষয়ে নতুন কোন সিদ্ধান্ত আসেনি।

উল্লেখ্য, ঢাকায় হোলি আর্টিজানের (হামলার) ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের নাগরিক, শিক্ষার্থী ও স্কলারদের এই বৃত্তিতে বাংলাদেশে আসা বন্ধ আছে। এটি নতুন কোন ঘোষণা নয়।

এর আগে জামাত শিবিরের অপপ্রচারকে সত্যি ভেবে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম তাদের অনলাইন ভার্সনে বাংলাদেশীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপের ‘সুযোগ বন্ধের’ সংবাদ প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে ফুলব্রাইট স্কলারশিপের ওয়েবসাইটের কথা উল্লেখ করে স্কলারশিপটি বাংলাদেশীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে বলে প্রচার করেছিল।


সর্বশেষ - রাজনীতি