1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

স্থানীয় বাংলাভাষী চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ মমতার

অশোক আখন্দ : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

রাজ্যের চাকরিক্ষেত্রে স্থানীয় বাংলাভাষী চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার মালদহের এক প্রশাসনিক বৈঠকে কর্মসংস্থান প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার চাকরিক্ষেত্রে রাজ্যের ছেলেমেয়েরা যাতে সুযোগ পান, সেটা দেখা হবে। অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। তবে রাজ্যে যেসব নিয়োগকারী সংস্থা রয়েছে, সেখানে বাংলা জানা কর্মপ্রার্থীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে।’

কেন স্থানীয় বাংলাভাষীদের অগ্রাধিকার তা ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভিন রাজ্যের কেউ কেউ মেধাতালিকার ওপরের দিকে থাকেন। সে ক্ষেত্রে বাংলার ছেলেমেয়েরা পিছিয়ে পড়েন। তখন বাংলা না জেনেও প্রথম দিকে থাকা কর্মপ্রার্থীরা চাকরি পেয়ে যান। কর্মস্থলে গিয়ে তারা স্থানীয় বাংলাভাষী মানুষের কথা বুঝতে পারেন না। তার কথাও স্থানীয়দের পক্ষে বোঝা সম্ভব হয় না। ফলে সমস্যা হলে তার সমাধান করতে দেরি হয়।’

মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, চাকরির ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে সব রাজ্যেরই এমন নীতি গ্রহণ করা উচিত। তিনি বলেন, ‘আমি সব রাজ্যের জন্য বলছি, সেই রাজ্যের ছেলেমেয়েরা যেন চাকরিটা পান। বাংলা হলে, বাংলার ছেলেমেয়েরা যারা এই রাজ্যে বসবাস করেন, তিনি রাজবংশী, কামতাপুরি, হিন্দিভাষী হতে পারেন, তাতে আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষা জানতে হবে এবং পশ্চিমবঙ্গে তার ঠিকানা হতে হবে।’

এরপর রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে বলেন, ‘রাজ্যের বাংলা ভাষা জানা কর্মপ্রার্থীরা যাতে সরকারি চাকরিতে অগ্রাধিকার পান তা দেখবেন। যা ব্যবস্থা নেয়ার নেবেন। সামাজিক সুরক্ষা প্রকল্পে আমি অনেক কাজ করেছি। আগামী দিনে কর্মসংস্থানই হবে আমার প্রধান লক্ষ্য।’

রাজ্যের কর্মসংস্থান সৃষ্টিতে রাজ্য সরকার একাধিক জনমুখী প্রকল্প নিয়েছে। এত প্রকল্পের পরও বেকার সমস্যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় সরকারকে। তাই এবার মুখ্যমন্ত্রী নিজেই সেই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন।


সর্বশেষ - রাজনীতি