1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ঢাকা-দিল্লি সহ বিশ্বের ১৮টি দেশে মৈত্রী দিবস পালন!

অশোক আখন্দ : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার মৈত্রী দিবস পালন করছে ঢাকা ও দিল্লি।

১৯৭১ সালের এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক সেতুবন্ধন তৈরি হয়েছিল প্রতিবেশী দুই দেশের।

দিনটিকে স্মরণ করতে গিয়ে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করেন।

টুইটে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আজ ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা যৌথভাবে ৫০ বছরের বন্ধুত্বের ভিত্তিকে স্মরণ ও উদ্‌যাপন করছি। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণ ও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ অব্যাহত রাখতে উন্মুখ হয়ে আছি।’

ঢাকা ও দিল্লি ছাড়াও বিশ্বের ১৮টি দেশে মৈত্রী দিবস পালন হচ্ছে।


সর্বশেষ - রাজনীতি