1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

অবরোধেও রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছে মানুষ। এছাড়া যানবাহনের অভাবে যাত্রীদের ভোগান্তিও চোখে পড়েনি, চলাচল করছে পর্যাপ্ত গণপরিবহন।

তবে ভোর থেকে রাজধানীর বেশিরভাগ সড়কে স্বাভাবিকের চেয়ে যানবাহন কিছুটা কম থাকলেও কোথাও কোথাও ছিল হালকা যানজট। কোথাও কোথাও বাস থাকলেও ছিল যাত্রীর সংকট।

সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর গুলিস্তান, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু স্কয়ার, টিকাটুলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা, কাজলা, শনির আখড়া, রায়েরবাগ ঘুরে এ চিত্র দেখা গেছে।

সকালে রাজধানীর সড়কে বাস, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল, পণ্যবাহী গাড়ি, লেগুনাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে।

যাত্রাবাড়ী চৌরাস্তায় সকাল সাড়ে ৮টায় গিয়ে দেখা গেছে, বিভিন্ন গন্তব্যে যাওয়া যানবাহনের চাপ রয়েছে। গাবতলী রুটে চলাচল করা গাবতলী পরিবহন, মিরপুর রুটে চলাচল করা শিকড় পরিবহন, ট্রান্সসিলভা পরিবহন, গাজীপুর রুটে চলাচল করা তুরাগ পরিবহনসহ বিভিন্ন রুটের বাস যাত্রাবাড়ী চৌরাস্তায় অপেক্ষা করছিল। তবে যাত্রীর সংখ্যা ছিল কিছুটা কম।

শিকড় পরিবহনের একটি বাসের চালক সাইফুল ইসলাম বলেন, রাস্তায় গাড়ি আছে। কিন্তু যাত্রী কম। বেশি যানজটে পড়তে হইতেছে না, কম সময়ে মিরপুর যাইতে পারতাছি।

গুলিস্তান থেকে ফার্মগেট যাবেন আবুল হোসেন। তিনি সেখানকার একটা মার্কেটের বিক্রয়কর্মী। আবুল হোসেন বলেন, আমি শ্যামপুর থেকে গুলিস্তানে আসলাম। গাড়ি পেতে কষ্ট হয় নাই। তবে অবরোধ তো মনে একটু ভয় কাজ করছে। এখন ফার্মগেট যেতে স্টেডিয়ামের ওখান থেকে গাড়িতে উঠবো।

এদিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে ৩-৪ জন ট্রাফিক পুলিশ কর্মীকে ছোটছুটি করতে দেখা গেছে।

গুলিস্তানের দিকে যেতে টিকাটুলি মোড়ে যানজট দেখা গেছে। জিরো পয়েন্ট মোড়েও গাড়ির চাপ দেখা ছিল। সিগন্যালে কিছুক্ষণের জন্য গাড়ি আটকে থাকলেও সকাল ৯টা পর্যন্ত যানজট বাধেনি রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্থানটিতে।

রাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ডে গুলিস্তান রুটে চলাচল করা শ্রাবণ পরিবহনের অনেক বাসকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত

৯০০ নাগরিক হারানোর পর ৩ লাখ রিজার্ভ সেনা নামিয়েছে ইসরায়েল

মিষ্টি আলু চাষে সাফল্য, স্বল্প ব্যয়ে দ্বিগুণ মুনাফা

লকডাউনে কর্মহীন পরিবারগুলো পাবে সর্বমোট ৫৭২ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা

বিজয় ছাড়া এন্ডয়েড মোবাইল ব্যবহার করা যাবে না

কোটি দুঃস্থের মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে যাবে ভাতা : প্রধানমন্ত্রী

ফ্রিডম পার্টি: স্বৈরাচার এরশাদ ও খালেদা জিয়ার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করাই ছিল যাদের মূল দায়িত্ব

 ই-পাসপোর্ট সেবা : এবার চালু যুক্তরাজ্য প্রবাসীদের জন্য 

সোনালি মুরগির দাম কমেছে কেজিতে ৪০ টাকা

আফগানিস্তানে বাজার বসিয়ে সাবেক কর্মকর্তাদের ১২ মিলিয়ন মার্কিন ডলার নিলাম!

ধানমন্ডিতে উইমেন্স ওয়ার্ল্ড পার্লারে গোপন কক্ষে সিসি ক্যামেরা, আটক ৩