1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ডিপ্লোমেসিতে বিএনপি বরাবরই ব্যর্থ প্রমাণ হয়েছে

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

অন্যদের সঙ্গে মিথ্যার চেয়ে নিজেদের সঙ্গে মিথ্যা বলার প্রবৃত্তি মানুষের বেশি। দেশের রাজনীতির ক্ষেত্রেও তাই। পররাষ্ট্রনীতি ও সামরিকশক্তির ব্যাপারে এইটা প্রয়োজ্য। পিটার হাস মেবি শ্রীলংকা গেছেন। কিন্তু আওয়ামী লীগ ও মার্কিন মন্ত্রণালয় এটা না বললেও কমবেশি মানুষের মধ্যে বেশির ভাগই এটা জানে। যেটা জানে না সেটা হলো, আমেরিকাও আওয়ামী লীগকেই এবার ক্ষমতায় চাইছে। ভারত ও চীনকে তাদের দরকার। রাশিয়ার সামরিক নৌবহরের এদিকে আসা একটা রিহার্সেল। নৌঘাটি তাদের নেই আদৌ। মিয়ানমারকে দেখানোর ব্যাপার। কিন্তু বলা হইছে মুক্তিযুদ্ধের সময় রাশিয়া এসে মাইন তুলেছিল বলে আসা। ঘটনা কিন্তু সেখানে নয়।

বাইডেন-শি বৈঠকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও আলাপ হইছে। রাশিয়াও চায় বিনিয়োগ করে মুনাফা। যেমন চীন চায় এদেশে, আর আমেরিকাও! তারাও ভারতীয় মহাসাগরীয় অঞ্চল ব্যবহার করতে চায়। ফলে এই জন্য চাপে রাখতে চায় আওয়ামী লীগকে, নির্বাচনের আগে। কিন্তু আওয়ামী লীগকেই চায়। তারা বারবার ফেয়ার ইলেকশনের কথা বলছে। কেয়ার টেকারের কথা নয়। ভালো করে বুঝতে পারছেন তো ব্যাপারগুলো? দর্শনের জায়গা থেকে বলা যায়, শত শত সন্দেহ একটা প্রমাণ। কিন্তু বিএনপি সন্দেহই ভালো করে করতে শিখেনি আজও। শুরু থেকে ভারত বিরোধিতার রাজনীতি, পরে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট বিএনপিই করেছে। এখন আমেরিকার দিকে তাকিয়ে কী হবে? রাজনীতি কিন্তু এখন রাজপথের চাইতে বেশি হয় ডিপ্লোমেসিতে। ক্লিয়ার? গণঅভ্যুত্থানের বাস্তবতা শেষ। সেটা এই দেশের এখনকার পরিস্থিতিতে খুব কঠিন। আওয়ামী লীগও ভবিষ্যতে গণঅভ্যুত্থান করলে কাজ হবে না। বড় রাজনীতি হলো বিরাজনীতিকরণের উৎসের ব্যাপারে জানা।

লেখক : দেবদুলাল মুন্না – সিনিয়র সাংবাদিক


সর্বশেষ - রাজনীতি