1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

২২ শিশুকে যৌন নিপীড়ন, স্কুল অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর চীনে 

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

শিশুদের ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে চীনের একজন স্কুলের অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অভিযুক্ত ওই স্কুল অধ্যক্ষের বিরুদ্ধে নানা সময়ে ২২ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ছিল।

গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রোববার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ২২ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে চীনা কর্তৃপক্ষ দেশটির একজন স্কুল অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

গ্লোবাল টাইমস পত্রিকা জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ওই ব্যক্তি ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশুদের ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছিলেন। পরে আদালতে বিচারের সময় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পরে উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের পিংলিয়াংয়ে আদালতের আদেশের পর গত মঙ্গলবার ইনজেকশনের মাধ্যমে অভিযুক্ত ওই অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত