1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পাট শিল্পে আরও ৩ বছরের করছাড় দিয়েছে সরকার

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর করছাড় সুবিধা আরও তিন বছরের জন্য বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের আয়কর শাখা থেকে এ সংক্রান্ত বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করা হয়। বুধবার (৮ নভেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, আয়কর আইন ২০২৩ এর ৭৬ ধারার ক্ষমতাবলে পাটজাত দ্রব্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের কেবল উক্ত শিল্প থেকে অর্জিত আয়ের ক্ষেত্রে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত প্রযোজ্য আয়করের হার কোম্পানি করদাতার ক্ষেত্রে ১০ শতাংশ এবং কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ করা হয়েছে।

পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কর সুবিধার মেয়াদ শেষ হয় গত ৩০ জুন। এরপর কোম্পানিগুলো এনবিআরকে এই সুবিধা অব্যাহত রাখতে চিঠি দিয়েছিল। যার পরিপ্রেক্ষিতে এমন আদেশ ইস্যু করা হয়েছে।

আয়কর আইনে বিশেষ সুবিধার বাইরে থাকা কোম্পানিকে তাদের মোট আয়ের ওপর খাত হিসেবে ২০-৩০ শতাংশ পর্যন্ত আয়কর দিতে হয়। প্রতি বছর তিনটি স্লাবে এ আয়কর নেয় এনবিআর। কিন্তু ওই আদেশের ফলে বর্তমান আইন অনুযায়ী খাত সংশ্লিষ্ট করদাতাকে পাট শিল্প থেকে প্রাপ্ত যেকোনো পরিমাণ আয়ে ১০ শতাংশ কর দিতে হবে।

দেশে ৩০০টি পাটকল থাকলেও বর্তমানে মাত্র ১২০টি পাটকল চালু রয়েছে। মিলগুলো ছাড়াও পাটজাত পণ্য উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিরাও এই সুবিধা পাওয়ার যোগ্য হবেন।


সর্বশেষ - রাজনীতি