1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সালথায় বিনামূল্যে বীজ ও সার পেলেন ৬শ’ কৃষক

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

ফরিদপুরের সালথায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদের হলরুমে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

বীজ ও সার বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতবর, উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে প্রত্যেককে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি স্যার বিতরণ করা হয়। এছাড়াও ১শ’ জন চাষিকে ২ কেজি করে হাইব্রিড ভূট্টাবীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।


সর্বশেষ - রাজনীতি