1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

খেলাধুলায় অসামান্য অবদান: কিরগিজস্তানের সম্মাননা পেলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২ নভেম্বর, ২০২২

ভলিবল খেলার উন্নয়ন ও অলিম্পিক আন্দোলনে অসামান্য অবদান রাখায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামকে সম্মাননা দিয়েছে কিরগিজস্তান। দেশটির জাতীয় অলিম্পিক কমিটির পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয়ে কিরগিজস্তানের একজন প্রতিনিধি মেয়রের হাতে এ সম্মাননা সনদ তুলে দেন।

মেয়র আতিকুল ইসলাম এ সময় কিরগিজস্তান অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলার একটি বৈশ্বিক রূপ আছে। এটি আমাদের একই ছাতার নিচে কাজ করার সুযোগ করে দেয়। পৃথিবীর সবপ্রান্তেই একই নিয়মে খেলা হয় এবং এ সময় কারও মাঝে কোনো ভেদাভেদ থাকে না।

ডিএনসিসি মেয়র আরও বলেন, পৃথিবীজুড়ে যে হানাহানি চলমান তা কেবল খেলাধুলার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। কোথাও কোনো হানাহানি হবে না বরং আমাদের মাঝে জাতি ও দেশগত সম্প্রীতি বাড়বে।

এ সময় তিনি সামনের দিনগুলোতে খেলাধুলার আন্দোলনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য।


সর্বশেষ - রাজনীতি