দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিল বা এসএটিআরসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।
করোনার কারণে ১ থেকে ৩ নভেম্বর এসএটিআরসির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশে ২০২৩ সালের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়।
এর আগেও বাংলাদেশ ২০১৭ সালে এ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে। সেবার ঢাকায় সংস্থাটির কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ ও ইরান দক্ষিণ এশিয়ার এ নয়টি দেশ এসএটিআরসি সদস্য।
সদস্য দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রতিবছর এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে পরের এক বছরের জন্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ সদস্য নির্বাচন করা হয়।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা আইটিইউ এবং এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) উদ্যেগে ১৯৯৭ সালে এসএটিআরসি নামে ফোরাম গঠন হয়। সংস্থাটি বেতার তরঙ্গ সমন্বয়, নিয়ন্ত্রক প্রবণতা, টেলিযোগাযোগ উন্নয়নে কৌশল এবং টেলিযোগাযোগ সংক্রান্ত আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কর্মকৌশল নির্ধারণ করে থাকে।
বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার বলেন, ‘এটা বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়। টেলিযোগাযোগ খাতে বাংলাদেশ দক্ষিণ এশীয় দেশগুলোর নেতৃত্ব দেবে। এটা আমাদের দেশের টেলিযোগাযোগ খাতকে আরও এগিয়ে দেবে।’