কুমিল্লা মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে তাণ্ডবের ঘটনায় বুধবার ভোরে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার করা ব্যক্তিরা হলেন বাঙ্গরা থানার পাকদেওরা গ্রামের আবু নাঈম, বিল্লাল, একই এলাকার ইকবাল, মাহবুবুর রহমান, খোশঘর গ্রামের আলী নূর, নসু মিয়া ও খোয়াইশখালি গ্রামের শাকিল। তাদের মধ্যে নসু মিয়া সন্দেহভাজন এবং অন্য ছয়জন এজাহারনামীয় আসামি।
ধর্ম অবমাননার অভিযোগ এনে রোববার বিকেলে একদল লোক গ্রামের শিক্ষক শংকর দেবনাথের বাড়িতে এবং কোরবানপুরের সাবেক চেয়ারম্যান বেণু ভূষণ শিবের স্মরণে তৈরি ভোজনালয়, বেণু ভূষণের ভাস্কর্য, মনসা মন্দির, মণিলালের বাড়ি, সূধন শিবের বাড়ি ও পূর্ব ধইর ইউপি চেয়ারম্যান বন কুমার শিবের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
এই ঘটনায় ইতিমধ্যে চারটি মামলা হয়েছে।
তা ছাড়া রোববার রাতে কোরবানপুর গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়, তা সোমবার সন্ধ্যায় ছয়টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন। গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।