1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিলুপ্ত হচ্ছে বিতর্কিত ৫৭ ধারা

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) বির্তকিত ৫৭ ধারা বিলুপ্ত করে প্রস্তাবিত ‘ডিজিটাল নিরাপত্তা আইনের’ খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়।
বুধবার সকালে সচিবালয়ে ‘ডিজিটাল সিকিউরিটি আইন’ চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
তথ্য, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে আনিসুল হক বলেন, মানুষের বাক স্বাধীনতা রক্ষার জন্য যেসব বিষয় দরকার সেসব থাকছে নতুন এ আইনে। শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হবে। আইনটিতে থাকছে না বির্তকিত ৫৭সহ বেশ কিছু ধারা।
আইনমন্ত্রী বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়, সরকার এমন কাজ করবে না।
এদিকে, প্রযুক্তির মাধ্যমে অপরাধ ঠেকাতেই এই আইন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তাই ডিজিটাল অপরাধ মোকাবেলার বিষয়গুলো এখানে অন্তর্ভূক্ত করা হচ্ছে।


সর্বশেষ - রাজনীতি