1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার বিতরণ

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

চুয়াডাঙ্গা ও জীবননগরে ২০২৩-২৪ অর্থবছরে রবি প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা ও জীবননগর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজের সঞ্চালনায় অনুষ্ঠান অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও সাহাজাদী মিলি।

অনুষ্ঠানে আড়াই হাজার কৃষককে ৪৭ লাখ ৩৫ হাজার টাকার প্রণোদনা দেয়া হয়। এতে ভুট্টা, সরিষা, গম, পেঁয়াজ বীজ ও ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়া জীবননগর উপজেলা কৃষকদের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ করা হয়। ৩১৫০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে।


সর্বশেষ - রাজনীতি