1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

এই রাজনৈতিক সংকটের জন্য কারা দায়ী?

অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত, : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

আমাদের কারও জীবনই পূর্ণাঙ্গ পাপমুক্ত নয়, রাজনৈতিক জীবন তো নয়ই। তবে কিছু কিছু পাপ আছে, যেগুলো মৌলিক পাপ। ইংরেজিতে যাকে বলে original Sin। স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী গণতান্ত্রিক যাত্রা শুরু করার পর, ১৯৯৪ সালের ২০ মার্চ মাগুরা-২ আসনের উপনির্বাচনে কারচুপির মধ্য দিয়ে মুখ থুবড়ে পড়ে গণতন্ত্রের অগ্রযাত্রা। বিএনপি আমলে মাগুরা-২ আসনের উপনির্বাচনে নির্লজ্জ কারচুপিটি ছিল একটি মৌলিক পাপ বা original Sin। মাগুরা-২ আসনের উপনির্বাচনে কারচুপি না হলে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নির্বাচনকেন্দ্রিক কোনো জটিলতাই তৈরি হতো না, তত্ত্বাবধায়ক সরকারেরও প্রয়োজন হতো না। স্বৈরাচার পতন পরবর্তী বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর মতোই চলতো।

১৯৯০ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক জীবনে আরেকটি মৌলিক পাপ বা original Sin আছে, আর তা হলো ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং জজ মিয়া নাটক সাজানো। গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ন্যূনতম আস্থার জায়গা থাকা প্রয়োজন তা শেষ হয়ে যায় সেই দিন। একবার চিন্তা করে দেখুন, ১৯৯০ পরবর্তী বাংলাদেশে মাগুরার নির্বাচনে কারচুপি না ঘটলে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা না হলে, এই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হতো অন্যরকম। ৯০ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে দুই দুটো মৌলিক পাপ সংঘটনের জন্য দায়ী বিএনপি আজ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে গলা ফাটাচ্ছে! অথচ আজকের এই রাজনৈতিক সংকটের জন্য তারাই দায়ী, তাদের মৌলিক পাপ তথা original Sin গুলোই দায়ী।

লেখক : অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত – চেয়ারম্যান, সুচিন্তা ফাউন্ডেশন ও রাজনৈতিক বিশ্লেষক


সর্বশেষ - রাজনীতি