1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিপন্ন প্রজাতির দুই অজগরসহ পাচারকারী আটক

গাজীপুর জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

বিপন্ন প্রজাতির দুইটি অজগরসহ মোহন মিয়া নামে ২৭ বছর বয়সী এক সাপুড়েকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. আলমগীর হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

জানা গেছে, আটককৃত মোহন মিয়া (২৭) গাজীপুর জেলার পূবাইল থানার খোরাইদ এলাকার বালা মিয়ার ছেলে।

প্রেস ব্রিফিংয়ে উপ-কমিশনার (মিডিয়া) জানান, সোমবার অতিরিক্ত উপ-কমিশনার জনাব রেজওয়ান আহমেদের নেতৃত্বে মহানগরের সদর থানা রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে বার্মিজ পাইথন প্রজাতির বিরল দুইটি অজগরসহ মোহনকে আটক করেন।

তিনি আরও জানান, গাজীপুর এলাকা থেকে বিরল প্রজাতির ওই দুইটি অজগর সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মোহন।

উদ্ধারকৃত দুইটি অজগর বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আটককৃত তরুণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ - রাজনীতি