মোঃ আবু সালেহ্ মুসা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারকে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার এম জে আরিফ বেগ ১৯ শে অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় অগ্নীকান্ডের পোড়া বাড়িতে গিয়ে তাদের হাতে নগদ অর্থ ও শুকনো খাবার এবং শীতবস্ত (কম্বল) দিয়েছেন৷
এসময় তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডাঃ কে এম কামরুজ্জামন সেলিম এর নির্দেশে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্হ চারটি পরিবারকে নগদ অর্থ, শীতবস্ত (কম্বল), চাল, ডাল, তৈল সহ আপদ কালীন শুকনো খাবার দেওয়া হয়েছে৷ এদের মধ্যে বেশি ক্ষতিগ্রস্থ হওয়া দুইটি পরিবার কে ৩ হাজার টাকা ও অন্য দুইটিতে পাঁচশ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে৷ পরবর্তীতে জেলা প্রশাসককের মাধ্যমে আরো সহযোগিতা করা হবে৷ এসময় উপস্থিত ছিলেন ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজান সরকার, পি আই ও’র প্রতিনিধি শাহনেওয়াজ , হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ রশিদ প্রমুখ্য৷ উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার বিকালে সাড়ে ৪ টায় ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাঁও গ্রামে এই অগ্নীকান্ডের ঘটনা ঘটে৷ এতে জাহিরুল, সামিম, শাহেরুল ও সরেফা এই চারটি পরিবারের বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে যায়৷ এতে তাদের আনুমানিক ২ লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি হয় ।