1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

শাহজালালে রাইস কুকারে মিললো দেড় কোটি টাকার সোনা, আটক ১ যাত্রী

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর রাইস কুকার থেকে এক কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এগুলো উদ্ধার করেন বিমানবন্দর কাস্টমস হাউসের কর্মকর্তারা।

উদ্ধার হওয়া সোনার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় মোহাম্মদ আলী নামে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার মোহাম্মদ মুসার ছেলে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল ৭টা ২৪ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার-জি৯৫২৬ নম্বরের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন মোহাম্মদ আলী। তাকে সন্দেহ হলে তার মালামাল তল্লাশি করা হয়। তার ব্যাগেজ কেটে একটি রাইস কুকার পাওয়া যায়। যার মধ্যে বিশেষ কৌশলে রাখা এক কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ - রাজনীতি