1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সিলেটে দিনে গ্যাস উত্তোলন হবে ৭ মিলিয়ন ঘনফুট

সিলেটে কূপ পুনঃখনন : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

দেশে গ্যাসের চাহিদা পূরণে এবার বিয়ানীবাজারের পুরাতন কূপ থেকে নতুন করে গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার (১০ সেপ্টেম্বর) বিয়ানিবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপের পুনঃখননের কাজ উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, সিলেট গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ থেকে দিনে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে, আগামী ডিসেম্বরের মধ্যে ওয়ার্ক ওভার শেষ করে এই কূপের উপরের স্তর থেকে ৭ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর প্রায় ১৮ বছর এক নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়। এরপর গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয়।

কর্তৃপক্ষ আরো জানায়, ২০১৭ সাল থেকে গ্যাস উত্তোলন বন্ধ থাকলেও আবার নতুন স্তর থেকে গ্যাসের জন্য ড্রিলিং শুরু হলো আজ থেকে। দেশের ক্রমবর্ধমান গ্যাস সংকট নিরসনে পরিত্যক্ত গ্যাসকূপ থেকে পুনরায় গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয় সরকার। এরই অংশ হিসেবে বিয়ানীবাজারে পরিত্যক্ত এই কূপ ছাড়াও দেশের অন্যান্য স্থানে কূপ খনন কার্যক্রম পরিচালনা করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশনের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন বিয়ানীবাজার দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র। আমরা এখানকার একটি কূপ খনন করেছি। আগামী মাস থেকে গ্যাস ক্ষেত্রের প্রসারতা অনুমান করা যাবে। গ্যাস মূল্যায়ন করা যাবে। আরো দুইটা বা তিনটা কূপ খনন করা যায় কিনা দেখা যাবে।

তিনি আরও জানান, এই গ্যাসের মার্কেটিং করে জালালাবাদ গ্যাস। আগামী ২০২৩ সালে জকিগঞ্জ ২ ও ৩ নম্বর কূপ খনন করা হবে বলেও জানান তিনি।

সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ২০২৩ সালের মধ্যে আরো ৩টি কূপ খনন ও ৪টি কূপ ওয়ার্কওভার শুরু করবে সিলেট গ্যাস ফিল্ড। এসব কাজ শেষ হলে এ অঞ্চল থেকে দৈনিক ১৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে।


সর্বশেষ - রাজনীতি