কষি খাতে বিশেষ অবদানের জন্য সরকার ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৩’ প্রদানে সংশ্লিষ্টদের কাছ থেকে আবেদন চেয়েছে।
আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’র মনোনয়ন ফরম ও নিয়মাবলী পূরণ করে আগামী ২৫ অক্টোবর-’১৭ মধ্যে উপজেলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।
আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, উপজেলা কমিটি প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে আগামী ৬ নভেম্বর ’১৭ মধ্যে জেলা কমিটির কাছে প্রেরণ করবে। জেলা কমিটি ২০ নভেম্বর-২০১৭-এর মধ্যে বাছাইকৃত আবেদন কৃষি মন্ত্রণালয়ে পাঠাবে।
‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩’-এর মানোনয়ন ফরম ও নিয়মাবলী কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moa.gov.bd; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dae.moa.gov.bd; কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট www.ais.moa.gov.bd; সকল জেলা প্রশাসকের কার্যালয় এবং সকল উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে পাওয়া যাবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।