1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

রামপুরা-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬ কোটি ডলার তহবিল দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬১ মিলিয়ন (২৬ কোটি ১০ লাখ) ডলার তহবিল সংগ্রহ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি এ তথ্য জানিয়েছে।

এডিবি বাংলাদেশ সরকারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের লেনদেন উপদেষ্টা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের নির্মিতব্য এই চার লেনের এক্সপ্রেসওয়েটি সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ। এডিবি প্রকল্পের বেসরকারি খাতের মূলধন সংগ্রহ করেছে।

২৬১ মিলিয়ন ডলারের মধ্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ব্যাংক অব চায়না, ডিবিএস ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশে অবস্থিত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড নামের একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে ১৯৩ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে এডিবি। বাকি বাকি ৬৮ মিলিয়ন ডলার ইক্যুইটি কন্ট্রিবিউশন হিসেবে স্পন্সর থেকে সংগ্রহ করা।

এডিবির মার্কেট ডেভেলপমেন্ট অফিসের প্রধান ক্লিও কাওয়াওয়াকি বলেন, এই এক্সপ্রেসওয়ের ডিজাইন, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি খাতের অংশীদারদের প্রস্তুত করা, বাজারজাতকরণ ও আকৃষ্ট করতে বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করেছি।

নতুন এই এক্সপ্রেসওয়ে ঢাকা-চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেটসহ দক্ষিণ-পূর্ব জেলাগুলোর মধ্যে যোগাযোগ সহজ করবে এবং যাতায়াতের সময় কমাবে বলে উল্লেখ করেছেন ক্লিও কাওয়াওয়াকি।


সর্বশেষ - রাজনীতি