1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বেনাপোলে ১ কোটি ৮০ লাখ টাকার সোনার বারসহ গ্রেফতার ২

যশোর জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৩১ জুলাই) বিকেলে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন: বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) ও একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গতিরোধ করা হয়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়। পরে তাদের দুজনের দেহ তল্লাশি করে জুতার মধ্য থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করা হয়। জব্দ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলেও জানান তিনি।

এদিকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ - রাজনীতি