1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক আটক

খুলনা জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৮ আগস্ট, ২০২২

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা করার অভিযোগে মো. নুর ইসলাম (৪৬) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৬।

শুক্রবার (২৬ আগস্ট) রাতে খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে তাকে আটক করা হয়। মো. নুর ইসলাম ওই এলাকার মৃত শামসুল শেখের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, ব্যাংকের চেক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (২৭ আগস্ট) র‌্যাব-৬ জানায়, শুক্রবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদে জানা যায় ডুমুরিয়া এলাকায় চাকরি দেয়ার নামে একজন প্রতারক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কিছু ভুয়া নিয়োগপত্র দিচ্ছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল রাত সাড়ে ৯টায় ডুমুরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চাকরি দেয়ার নামে প্রতারণাকারী মো. নুর ইসলামকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর চাকরির ভুয়া নিয়োগপত্র ২টি, ১ পাতা চেক ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জব্দকৃত আলামত ও আটক আসামিকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ - রাজনীতি