1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ৩ আগস্ট, ২০২২

সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও ক্রয় করা পণ্যের মূল ভাউচার সংরক্ষণ না করার অপরাধে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তিন কিটনাশক ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে পৌর শহরসহ উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালিয়ে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- উপজেলার হরিহরপুর মিজান ট্রেডার্স (১০ হাজার টাকা), বোয়ালদাড়ের ইলিয়াস ট্রেডার্স (১০ হাজার টাকা) এবং পৌরসভার জোয়ার্দার ট্রেডার্স (৫০ হাজার টাকা)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম জানান, কিছু অসাধু ব্যবসায়ী গ্রাহকের কাছ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করছেন। কয়েক দিন থেকে এমন অভিযোগ আসায় দোকানগুলোতে অভিযান চালানো হয়।

এ সময় ওই তিন কিটনাশকের দোকানের সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও ক্রয়কৃত পণ্যের মূল্য ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ - রাজনীতি