1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

আজমীর শরীফের গিলাফ ছুয়ে শপথ: ফিরে এসে উপস্থাপিকাকে ধর্ষণ

eb-editor : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২০ আগস্ট, ২০১৭
আজমীর শরীফের গিলাফ ছুয়ে শপথ: ফিরে এসে উপস্থাপিকাকে ধর্ষণ

ইবার্তা ডেস্ক রিপোর্ট: গত মঙ্গলবার উপস্থাপিকাকে ধর্ষণ করে তার ভিডিও রেকর্ড করে রাখা হয়েছে এই মর্মে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়। জানা গেছে গত পাঁচ মাস ধরে ধর্ষক ও অভিনেতা শরিফুল ইসলাম নান্টুর সঙ্গে তার পরিচয়। এরপর কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেন তারা। পাশাপাশি দু’জন মিলে ফ্যাশন শো ও মিউজিক ভিডিও করেন।
এক সময় পরিণয়ে পরিণত হলে আজমীর শরীফে গিলাফ স্পর্শ করে আজীবন সঙ্গি হিসেবে কেউ কারও সঙ্গে কেউ প্রতারণা করবে না- এই মর্মে শপথ নেন। ঘনিষ্ঠতা এমন পর্যায় পৌঁছে যে, নিজের মোবাইল ফোন এবং ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নান্টুর কাছে দিয়ে রাখে।
শপথ নেয়ার কয়েক দিনের মধ্যেই দেখা দেয় বিপত্তি। শপথের সুযোগ নিয়ে উপস্থাপিকাকে ধর্ষণ করে নান্টু। আর ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়া হয় ফেসবুকে। তাই রাজধানীর কদমতলী থানায় মামলা করেছেন উপস্থাপিকা। নান্টুকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে কদমতলী থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, নান্টু বিবাহিত এবং দুই সন্তানের জনক। স্ত্রী-সন্তানের কথা গোপন করে উপস্থাপিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল সে। নান্টু রাজধানীর দক্ষিণখানের ৯৯৯ নম্বর রাস্তার ৩৯৮ নম্বর বাড়িতে থাকে। তার বাবার নাম এরেং মিয়া। আর উপস্থাপিকা থাকেন কদমতলী থানাধীন তার বোনের বাড়িতে।
উপস্থাপিকা বলেন, ‘পরিচয়ের পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে নান্টু আমার প্রতি ভীষণ কেয়ারিং হয়। তার দুটি মোবাইল নম্বর থেকে আমার দুটি নম্বরে ফোন করে প্রায়ই খোঁজখবর নিত। আমাকে অভিভাবকের মতো দেখাশোনা করত। এরই ধারাবাহিকতায় দু’জনের মধ্যে প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সরল বিশ্বাসে আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডও নান্টুকে দিই। আমার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরও থাকত তার কাছে। সেই সুবাদে আমার আত্মীয়স্বজনের নম্বরও জানা ছিল তার।’
মামলার এজাহারে উপস্থাপিকা উল্লেখ করেন, ‘অভিনয় এবং ফ্যাশন শোর কাজে নান্টু এবং আমিসহ কয়েক শিল্পী সম্প্রতি ভারতে যাই। কাজ শেষ করে নান্টুর সঙ্গে আজমীর শরীফে যাই। আজমীর শরীফের গিলাফ স্পর্শ করে নান্টু এই মর্মে ওয়াদাবদ্ধ হয় যে, সে একজন অবিবাহিত পুরুষ। জীবনে আমার সঙ্গে কখনও মিথ্যা কথা বলবে না। আমার সঙ্গে প্রতারণাও করবে না। পাশাপাশি দেশে ফিরেই সে আমাকে বিয়ে করবে। দেশে ফিরে অবশ্য সে আমাকে বিয়ের জন্য চাপ দেয়। আমি তার এবং আমার পরিবারের অভিভাবকদের কাছে প্রস্তাব দেয়ার অনুরোধ করলে সে বেঁকে বসে।’
উপস্থাপিকা এজাহারে আরও বলেন, ‘জরুরি কাজের কথা বলে ২ আগস্ট দুপুরে নান্টু আমার বাসায় আসে। এ সময় আমার দুলাভাই ব্যবসায়িক কাজে এবং বাচ্চাদের নিয়ে বোন বাসার বাইরে ছিলেন। নান্টু আমার বাসায় আসার পর তাকে ড্রয়িংরুমে বসতে দিয়ে চা বানাতে রান্নাঘরে যাই। চা নিয়ে ড্রয়িংরুমে প্রবেশের সঙ্গে সঙ্গেই সে আমাকে জড়িয়ে ধরে। পরে জোর করে বিছানায় নিয়ে ধর্ষণ করে। আমি চিৎকার করতে চাইলে জানায়, ‘দুদিন পরে তো সে আমাকে বিয়েই করবে।’
অভিনেত্রী বলেন, ‘ধর্ষণের ঘটনার পর অমি নান্টুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই। এ কারণে সে আমাকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে নানা ধরনের হুমকি দেয়। সে জানায়, ঘটনার দিন আমি যখন চা বানাতে রান্নাঘরে গিয়েছিলাম, তখন সে ওই ঘরে (ধর্ষণের স্থান) গোপন ভিডিও ক্যামেরা সেট করে রেখেছিল। তার সঙ্গে যোগাযোগ না রাখলে সে ধর্ষণের ওই ভিডিও ও স্থিরচিত্র ফেসবুক এবং ইমুর মাধ্যমে প্রকাশ করে দেবে। এরই মধ্যে আমি জানতে পারি নান্টু বিবাহিত ও দুই সন্তানের জনক।’
তিনি আরও বলেন, ‘ওই ভিডিও প্রকাশ না করতে নান্টুকে আমি বারবার অনুরোধ করি। আমার বোনও নান্টুর কাছে একই ধরনের অনুরোধ করেন। তারপরও নান্টু ৮ আগস্ট আমার ফেসবুক ইনবক্সে ওইদিনের আপত্তিকর ভিডিও পোস্ট করে। এছাড়া একটি ইমু অ্যাকাউন্ট খুলে ওইসব ছবি ও ভিডিও আমার বোনসহ আত্মীয়স্বজনের কাছে পাঠায়। পাশাপাশি আরও আপত্তিকর ছবি এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় নান্টু।’
এ বিষয়ে জানতে চাইলে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী প্রতিবেদককে জানান, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। এসআই ছাইদুল ইসলামকে মামলাটির তদন্তভার দেয়া হয়েছে।
এসআই ছাইদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। আসামিকে গ্রেফতারে প্রযুক্তির সহযোগিতা নেয়া হচ্ছে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের সদস্যরা জোরালো অভিযান চালাচ্ছে।
এ ব্যাপারে জানতে নান্টুর মোবাইল নম্বরে কল করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।


সর্বশেষ - রাজনীতি