ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে বেডে দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শাররীক অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের এক মুখপাত্র।
মেয়র আনিসুল হক গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে তিনি লন্ডন যান। ১৪ অাগস্ট ব্রেইনে স্ট্রোক করলে তাকে লন্ডনের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়। গতকাল তাকে আইসিইউ থেকে বেডে দেয়া হয়।
মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মেয়রের পারিবারিক সূত্র জানায়, মেয়র আনিসুল হক আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকরা তার সমস্যাটা ঠিক ধরতে পারেননি।