1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ব্রণ সমস্যার সহজ সমাধান!

eb-editor : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

ইবার্তা অনলাইন ডেস্ক: ব্রন সমস্যা নিয়ে অনেকেই উদ্বিঘ্ন হন কারণ এটি কারও সৌন্দর্যে আজীবনের জন্য খুত বসিয়ে দিতে পারে। বিউটি এক্সপার্টদের দেয়া কিছু ঘরোয়া সমাধান উল্লেখ করা হলো:
১) ব্রন কমাতে বরফের সেঁক দেয়া কার্যকর একটি উপায়। পাতলা কাপড়ে বরফের টুকরো মুড়িয়ে ব্রনের ওপর আলতোভাবে কয়েক সেকেন্ড ধরে রাখুন, এরপর সরিয়ে নিন। এভাবে প্রতিদিন ৫ মিনিট ধরে এ নিয়ম অনুসরণ করলে দ্রুত উপকার পাবেন।
২) বড় সাইজের ব্রন দূর করতে চাইলে প্রতিদিন লেবুর রসে দারচিনি গুঁড়া মিশিয়ে লাগান। প্রতিদিন রাতে শোবার আগে এই মিশ্রণটি ব্রনের ওপর লাগিয়ে নিন। টানা এক সপ্তাহ করুন। দ্রুত উপকার পাবেন।
৩) স্টিম নিলে ব্রন কমে। সপ্তাহে একদিন স্টিম নিলে লোমকূপের মুখ পরিস্কার হয়ে যায়। ত্বকে অক্সিজেন চলাচল করতে পারে। এতে মুখে ব্রন হওয়ার সম্ভাবনা কমে যায়।
৪) ব্রন কমাতে টুথপেস্ট খুবই উপকারী। প্রতিদিন রাতে ব্রনের ওপর এক ফোঁটা টুথপেস্ট লাগিয়ে শুয়ে পড়ুন। পাঁচ দিনের মধ্যে দাগসহ ব্রন চলে যাবে। এর কারণ হল, টুথপেস্টে তাকা পেপারমিন্ট দ্রুত ব্রন শুকোতে সাহায্য করে।
৫) রসুনের অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ফাংগাল, অ্যান্টিসেপ্টিক, অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ব্রন কমাতে সাহায্য করে। তাই ব্রন হলে প্রতিদিন রসুনের রস লাগিয়ে পাঁচ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।


সর্বশেষ - রাজনীতি