1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

চালকবিহীন গাড়ি নামালো ভারত

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৯ জুলাই, ২০২৩

প্রথমবারের মতো রাস্তায় চালকবিহীন গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিল ভারত। সম্প্রতি বেঙ্গালুরুর রাস্তায় দেখা মেলে এমনই একটি গাড়ির। পরীক্ষামূলকভাবে গাড়িটি রাস্তায় নামানো হয়েছে বলে দাবি এর নির্মাতা প্রতিষ্ঠান মাইনাস জিরোর। খবর এনডিটিভির।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে মানুষের মধ্যে আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। আর সে দিক খেয়াল রেখে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জগতে প্রবেশের লড়াইয়ে মাঠে নামছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদপাঠক হাজির করে বিস্ময় সৃষ্টি করে ভারত। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চালকবিহীন গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিল দেশটি।

সম্প্রতি বেঙ্গালুরুর রাস্তায় এমন একটি চালকবিহীন গাড়ির ভিডিও সামাজিক যোগাযোগের ছড়িয়ে পড়েছে। এটিই ভারতের প্রথম চালকহীন গাড়ি বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ পোস্ট অনেকেই শেয়ার করেছেন। গাড়িটিকে হলিউডের বৈজ্ঞানিক কল্পকাহিনীর কোনো সিনেমার গাড়ির সঙ্গেও তুলনা করছেন কেউ কেউ।

বেঙ্গালুরুর এআইভিত্তিক স্টার্টআপ সংস্থা মাইনাস জিরো এই গাড়ির প্রোটোটাইপটি তৈরি করেছে। বর্তমানে পরিক্ষামূলক রাস্তায় চলছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

জেডপড গাড়িতে সাধারণ গাড়ির মতো কোনো স্টিয়ারিং নেই। এর পরিবর্তে এই গাড়িতে উচ্চ রেজল্যুশনের ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। যা গাড়ি চালানো ও ট্রাফিক সিগন্যালকে তৎক্ষণাৎ বিশ্লেষণ করতে পারে। এতে সহজেই চালক ছাড়াই সড়কে চলাচল করতে পারে গাড়িটি।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত