1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

শাহজালাল বিমানবন্দরের টয়লেটে মিললো ২ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটে পাতলা পলিথিনে মোড়ানো অবস্থায় প্রায় ২ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। শুক্রবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে এসব সোনা জব্দ করা হয়েছে।

কাস্টম হাউস জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরে টিজিআর গুদাম সংলগ্ন ওয়াশরুম ও টয়লেটে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে টয়লেটের পানি নির্গমনের গর্তে পরিত্যক্ত অবস্থায় নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮ টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়।

বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে নীল রঙের স্কচটেপ খুলে এতে কাঁচা স্বর্ণের ভেজা পেস্ট পাওয়া যায়। যার ওজন পাতলা পলিথিনে মোড়ানো অবস্থায় জব্দকালীন সময়ে ২ কেজি ১০০ গ্রাম।

জব্দকৃত কাঁচা স্বর্ণের ভেজা পেস্ট কষ্টি পাথর ও এসিড দিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৪ ক্যারেট পেস্ট আকৃতির ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। তবে স্বর্ণ পরীক্ষাকারী ও বিশেষজ্ঞ মতামত অনুযায়ী প্রতি ১০০ গ্রামে ৯.৫০ গ্রাম হতে ১০ গ্রাম তরল বাষ্পীভূত হওয়ায় জব্দকৃত স্বর্ণের ওজন কমে যেতে পারে। এক্ষেত্রে তরল বাষ্পীভূত হওয়ার পর জব্দকৃত স্বর্ণের ওজন দাঁড়াবে আনুমানিক ১ কেজি ৮৯০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকার বেশি।

অভিযান পরিচালনাকালে জব্দকৃত স্বর্ণ পরিবহনের সঙ্গে কারও সংশ্লিষ্টতা পায়নি কাস্টমস।


সর্বশেষ - রাজনীতি