1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

যুক্তরাষ্ট্রে ডাকাত দলের হাতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে একটি সম্ভাব্য ডাকাতির চেষ্টা প্রতিহত করতে গিয়ে ২২ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোররাতে সম্ভাব্য গাড়ি ও অর্থ ছিনতাইয়ের সময় রোমিম উদ্দিন আহমেদ নামক ওই শিক্ষার্থীকে গুলি করা হয়।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা রোমিম কম্পিউটার বিজ্ঞানে উচ্চশিক্ষার জন্য ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।

ঢাকার মার্কিন দূতাবাস নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে।

নিহতের বড় ভাই রিয়াজ উদ্দিন আহমেদ বিএনএনকে বলেন, হামলাকারীরা সম্ভবত রোমিমকে তার গাড়ি ও অর্থের জন্য লক্ষ্যবস্তু করেছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একজন বাংলাদেশি সাংবাদিকের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোমিম গ্যাস স্টেশনে কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার পার্ক করা গাড়ি দখল করার চেষ্টা করে। তিনি তাদেরকে মোকাবিলা করতে গেলে তাদের একজন তাকে গুলি করে।

পরে পুলিশ তাকে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।


সর্বশেষ - রাজনীতি