1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

৫ম বোলার হিসেবে ৬০০ টেস্ট উইকেটের ক্লাবে স্টুয়ার্ট ব্রড

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

অ্যাশেজের চতুর্থ টেস্টে নামার আগে স্টুয়ার্ট ব্রডের দরকার ছিল মাত্র দুটি উইকেট। ওল্ড ট্রাফোর্ডে দুই উইকেট নিলেই মাইলফলকে উঠত নাম। প্রথমদিনেই যা করে দেখালেন ইংলিশ পেসার। টেস্টের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে পৌঁছেছেন ৬০০ উইকেটের কীর্তিতে।

বুধবার ম্যানচেস্টারে ৫৯৮টি উইকেট নিয়ে নেমেছিলেন ৩৭ বর্ষী ব্রড। তার প্রথম শিকার হয়েছেন উসমান খাজা। পরে ট্রাভিস হেডকে দ্বিতীয় শিকার বানিয়ে পৌঁছে যান ছয়শ উইকেটের এলিট ক্লাবে।

ইংল্যান্ডের দ্বিতীয় বোলার ও ইতিহাসের দ্বিতীয় পেসার হিসেবে ১৬৬তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন ব্রড। প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ক্লাবটিতে নাম আছে তার সতীর্থ জেমস অ্যান্ডারসনের। যিনি এই টেস্টেও খেলছেন নামের পাশে ৬৮৮ উইকেট নিয়ে।

ব্রডের আগে ৬০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন মাত্র চার ক্রিকেটার। মুত্তিয়া মুরালিধরন (১৩৩ ম্যাচে ৮০০ উইকেট), শেন ওয়ার্ন (১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট), অনিল কুম্বলে (১৩২ ম্যাচে ৬১৯ উইকেট) ও জেমস অ্যান্ডারসন (১৮২ ম্যাচে ৬৮৮ উইকেট)।

এবারের অ্যাশেজে এখন পর্যন্ত সবকটি ম্যাচেই খেলেছেন ব্রড। আগের তিন ম্যাচে উইকেট শিকার করেছেন ১৬টি। এজবাস্টনে প্রথম টেস্টে নেন ৬ উইকেট। লর্ডসে নেন ৫টি। আর হেডিংলিতে নেন ৫টি উইকেট।


সর্বশেষ - রাজনীতি