1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

হামলার ঘটনায় আমি নিন্দা জানাই : নবনির্বাচিত সাংসদ আরাফাত

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা প্রসঙ্গে ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ‘একজন প্রার্থীর ওপর হামলা করা হয়েছে। আমি শুনেছি ও জেনেছি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না।

তিনি বলেন, যারা হামলা করেছেন, তারা নির্বাচনটিকে বিতর্কিত করার অপচেষ্টা করেছে বলে আমার মনে হয়। এ ঘটনায় আমি নিন্দা জানাই।’

মোহাম্মদ আলী আরাফাত আরও বলেন, ‘আমি চাই নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা বাংলাদেশের নির্বাচনে আর না ঘটে।’

সোমবার (১৭ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। আর ৫ হাজার ৬০৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান পেয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

এই নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১২৪টি, ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। মোট ভোট দিয়েছেন ৩৭ হাজার ৪২০ জন, এর মধ্যে বৈধ ভোট ৩৬ হাজার ৫০৩ জন। ভোট বাতিল হয়েছে ৩৮৩টি। প্রদত্ত ভোট মোট ভোটারের ১১ দশমিক ৫১ শতাংশ।

অন্যান্য প্রার্থীর মধ্যে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান ১৩২৮ ভোট, গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট, ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন ৬৪ ভোট, ট্রাক প্রতীকের মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৫২ ভোট, ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট এবং সোনালী আঁশ প্রতীকের প্রার্থী শেখ হাবিবুর রহমান ২০২ ভোট পেয়েছেন।


সর্বশেষ - রাজনীতি

নির্বাচিত

ডিসেম্বরে পদ্মা সেতুতে বসছে অত্যাধুনিক ক্যামেরা

বিদ্যুতের ট্রান্সফরমার চুরি : চোর ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

শিক্ষা সহায়তা ট্রাস্টের নামে প্রতারণা ঠেকাতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রকে নিরপেক্ষ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে ড. রিচার্ড লাভের চিঠি

হেফাজতভক্ত সাম্প্রদায়িক অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে ছাত্রলীগ : পাওয়া মাত্রই বহিষ্কার

কোভিড-১৯ : যে ৮ সরঞ্জাম ঘরে রাখা জরুরি

সাগরে ভাসতে থাকা ২৩ জেলে উদ্ধার

জাতির অগ্রগতিতে নারীর ক্ষমতায়ন

চট্টগ্রামে বে-টার্মিনালের প্রয়োজনীয় ৪ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী বিশ্বব্যাংক

সরকারি কর্মচারীদের পদায়নে নতুন নীতিমালা জারি