1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

মানবতাবিরোধী অপরাধের আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১৬ জুলাই, ২০২৩

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনছারীকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গ্রেফতার কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনছারীর বয়স ৭০ বছর। ঐ ব্যক্তি গত দুই বছর ধরে আত্মগোপনে ছিলেন বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কুতুব উদ্দিন এবং তার সহযোগীরা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইতুলিয়া গ্রামে মুক্তিযোদ্ধাদের হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, পাশবিক নির্যাতন, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঐ অভিযোগে ২০২০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়। পরের বছর ২১ অক্টোবর কুতুব উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


সর্বশেষ - রাজনীতি