1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

গ্রিডে কাজ বন্ধ থাকায় স্বাভাবিক থাকবে বিদ্যুৎ সরবরাহ

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৫ জুলাই, ২০২৩

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধিতে ট্রান্সফরমার স্থাপনের কাজ কাজ আপাতত হচ্ছে না। ফলে আগামী এক সপ্তাহ রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

শনিবার দুপুর দুইটার দিকে এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী এক সপ্তাহ জাতীয় গ্রিডে উন্নয়ন কাজ করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)। এ জন্য ১৬ জুলাই সকাল ছয়টা থেকে ২২ জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত রাজধানী ঢাকার ডেসকো ও ডিপিডিসির আওতাধীন কিছু কিছু এলাকায় আংশিক বিদ্যুৎবিভ্রাট হতে পারে।

পিজিসিবির রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন করা হবে বলে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে। তবে ঘণ্টা খানেক পরই অনিবার্য কারণে এই কাজ স্থগিত করার কথা জানানো হলো।


সর্বশেষ - রাজনীতি