1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

গ্রামীণ সড়ক উন্নয়নে ২ হাজার ৭১ কোটি টাকা দিচ্ছে এডিবি

বাণিজ্য প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১২ জুলাই, ২০২৩

গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ১৯ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় (প্রতি ডলার ১০৯ টাকা ধরে) প্রায় দুই হাজার ৭১ কোটি টাকা।

মূলত রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। দ্বিতীয়বারের মতো এই অতিরিক্ত অর্থ দিচ্ছে সংস্থাটি।

এডিবির বোর্ডে এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। এডিবির ঢাকা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

‘রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট’ নামে এ প্রকল্প ২০১৮ সালের নভেম্বরে অনুমোদিত হয়। প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল এক হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামোর সঙ্গে সম্পৃক্ত সংস্থা ও সড়ক ব্যবহারকারীদের সক্ষমতা বাড়ানো এবং গ্রামীণ সড়ক মহাপরিকল্পনার উন্নয়ন।

২০২০ সালে আরও ৯০০ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা প্রকল্পের সঙ্গে যুক্ত হয়। প্রকল্পটির মাধ্যমে সড়ক সংস্কারের পাশাপাশি কৃষি  উৎপাদন বাড়ানো ও আর্থসামাজিক কেন্দ্রগুলোর উন্নয়ন হচ্ছে।


সর্বশেষ - রাজনীতি