1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পদ্মা সেতুর কারণে ফলের ব্যবসা বেড়েছে মুন্সীগঞ্জে

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৩১ জুলাই, ২০২২

মুন্সীগঞ্জের হাটলক্ষীগঞ্জ আড়তে দেশীয় মৌসুমী ফলের পাইকারি বেচাকেনার ধুম পড়েছে। বিভিন্ন প্রান্ত থেকে আসছে ফল। পদ্মা সেতুর কারণে এই হাটে মৌসুমি ফলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও সহনীয়। তবে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে বড় তফাৎ বলছেন ক্রেতারা।

মৌসুমি ফল বিক্রিতে জমজমাট মুন্সীগঞ্জের হাটলক্ষীগঞ্জের আড়তগুলো। বর্ষার মৌসুমী ফলের ঘ্রাণ চারদিকে। আম, কাঁঠাল, আনারস, কলা, পেয়ারা, লটকন ও ডাব সরাসরি বাগান থেকে আসে এখানকার আড়তে। আসছে হেমন্তের ফল আমড়াও। ক্যামিকেলমুক্ত তরতাজা ফল কিনতে পাইকার আসছেন নানা অঞ্চল থেকে। পদ্মা সেতু চালুর পর আড়তে বেচাকেনা বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। তারা বলেন, পদ্মা সেতুর কারণে আমরা তাজা তাজা ফল পাচ্ছি। তাতে বিক্রি ভালো হচ্ছে। দামেও বেশি পাচ্ছি।

সরবরাহ ভালো থাকলেও পাইকারি দামের সঙ্গে খুচরা বাজারে বড় তফাত। এ অবস্থার জন্য কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করা হলেও মানতে নারাজ তারা। ক্রেতা-বিক্রাতারা বলেন, এখানাকার ফল তাজা। ক্যামিকেল মুক্ত। তাই দামে একটু বেশি হবেই।

স্থানীয় ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর ও পিরোজপুরসহ দেশের অন্তত ৪০ জেলা থেকে এখানে ফল আসে।


সর্বশেষ - রাজনীতি