1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কর্মচঞ্চল হয়ে উঠছে লক্ষ্মীপুরের শিল্পনগরী

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৪ জুলাই, ২০২২

ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগের সঙ্গে লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় জেলার বিসিক শিল্প নগরী নিয়ে আগ্রহ বাড়ছে শিল্প উদ্যোক্তাদের। তবে রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন কম হওয়ায় কাঙিক্ষত সেবা পাচ্ছেন না ব্যবসায়ীরা। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সরকারের সহায়তার দাবি তাদের।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সঙ্গে লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা এখন বেশ উন্নত। এতে জেলার বিসিক শিল্প নগরীতে ক্রমেই আগ্রহ বাড়ছে শিল্প উদ্যোক্তাদের। ইতোমধ্যে বেশ কয়েকটি বড় বড় কোম্পানি উৎপাদন কার্যক্রমও শুরু করেছে।

এতে দিনদিন কর্মচঞ্চল হয়ে উঠছে শিল্প নগরী। তবে রাস্তাঘাট, ড্রেনেজ ও নিরাপত্তা ব্যবস্থাসহ অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না ব্যবসায়ীরা।

১০০ শিল্প প্লটের মধ্যে ১টি মসজিদের জন্য রেখে ৮০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে ৫৬টি শিল্প প্রতিষ্ঠান। অবশিষ্ট শিল্প ইউনিটগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে ১৫ থেকে ২০ হাজার লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

প্রয়োজনীয় বরাদ্দ পেলে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক মো.মাকছুদুর রহমান।

১৯৮৭ সালে জেলা সদরের বাঞ্চানগর এলাকায় ১৬ দশমিক ৭ একর জমির ওপর, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী।


সর্বশেষ - রাজনীতি