1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ক্যাসিনোকাণ্ডে আলোচিত পপির বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ২৩ জুলাই, ২০২২

রাজধানীর পল্টন থানর শান্তিনগ নগর বাজারে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে পল্টন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপির বিরুদ্ধে। আহত ওই ব্যসায়ীর নাম দস্তগীর রতন।তিনি শান্তিনগর বাজারের দোকান মালিক ও ব্যবসায়ী। আহত ব্যবসায়ী রতন ঢাকা মেডিকেলে চিকিৎসা গ্রহণ শেষে পল্টন থানায় মামলা করার জন্য গেছেন বলে জানিয়েছেন তাঁর ব্যবসায়িক পার্টনার শামসুল আলম সবুজ।

সবুজ বলেন, পপি গত ২১ জুলাই সন্ধ্যায় রতনকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়। মেরে ফেলাসহ শান্তিনগর বাজার ছাড়া করার হুমকি দেয়। তখন রতন বলেন, ‘এখানে আমার বাবার ব্যবসা ছিল। আমিও ব্যবসা করছি। এখানে আমার বাড়ি আছে। আমি শান্তিনগর ছেড়ে কোথায় যাব।’
এমন কথাকাটির এক পর্যায়ে পপি দলবল নিয়ে রতনের ওপর হামলা করতে আসেন। প্রাণভয়ে রতন পালিয়ে পল্টন থানায় যান। গত বৃহস্পতিবার রাতেই ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করায় শুক্রবার সন্ধ্যায় পপি কয়েকটি ছেলেকে নিয়ে এসে শান্তিনগর বাজারে এসে আবারও রতনের ওপর হামল করেন। তখন পপির সঙ্গে থাকা একটি ছেলে চাকু দিয়ে পেটে আঘাত করতে গেলে সেটি রতনের হাতে লাগে। এরপর চেয়ার দিয়ে রতনের মাথায় আঘাত করেন পপি। এতে রতনের কপাল ফেটে যায়। বাজারে রতনকে মারধর করার পরে আহত অবস্থায় টেনেহেঁচড়ে শান্তিনগর আমিনবাগ কো অপারেটিভ অফিসের তিন তলায় নিয়ে আটকে রাখেন। সেখানেও তাঁকে মারধর করা হয়। টেনে নেওয়ার সময় টহল পুলিশ উপস্থিত ছিল। তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন পপি। পরে স্থানী কয়েকজন ব্যবসায়ী নেতা গিয়ে সেখান থেকে আহত অবস্থায় রতনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শান্তিনগর বাজারের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হামলা উল্লেখ করে শান্তিনগর বাজার কমিটির সদস্য সবুজ আরও বলেন, ‘কয়েকদিন আগে আমাদের শান্তিনগর বাজার কমিটির এজিএম ছিল। সেখানে বেশ কয়েকটি আইন করা হয়। এতে বহিরাগতদের আধিপত্য কমায় ক্ষিপ্ত হন পপি। পপি শান্তিনগর বাজারের শেয়ার হোল্ডার। আর আহত ব্যবসায়ী রতন বাজারের মালিক। আগেও পপি বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন। এজিএমের দিনও বাজার থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন পপি।’

ব্যবসায়ীকে মারধরের বিষয়ে জানতে পপির ব্যক্তিগত ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, ‘আহত একজন ব্যবসায়ী থানায় এসে অভিযোগ করেছেন। আমরা অভিযোগ শুনেছি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তবা জামানের বিরুদ্ধে পল্টনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও ক্যাসিনো-কাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। প্রতিটি মামলাতেই তিনি জামিনে আছেন। তাঁর বন্ধু যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট গ্রেপ্তার হওয়ার পরই তিনি আত্মগোপনে চলে যান। ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পরেই আড়ালে চলে যান পপি। এরপর থেকেই আড়ারে থেকে নানা অপকর্ম করে যাচ্ছেন আলোচিত এই সাবেক কাউন্সিলর।


সর্বশেষ - রাজনীতি