1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সীমান্তে ৩০ হাজার ইউএস ডলারসহ নারী আটক

যশোর জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২০ জুলাই, ২০২২

বেনাপোল চেকপোস্ট পেসেঞ্জার টার্মিনাল থেকে ৩০ হাজার (ইউএস) ডলারসহ জেরিন সুলতানা (৩৮) নামে এক নারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় বেনাপোল বন্দরের পেসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে যশোর ৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।

আটক জেরিন সুলতানা আশুলিয়া সাভার এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন খবর পেয়ে আইসিপি ক্যাম্পের একটি টহলদল পেসেঞ্জার টার্মিনালের সামনে অভিযান চালায়। পরে ওই নারী বাংলাদেশে প্রবেশ করে ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় তাকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে ৩০ হাজার ডলার পাওয়া যায়। তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ - রাজনীতি